সিবিআই-এর (CBI) কাছে হাজিরা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে (Kolkata High Court) আবেদন জানিয়েছিলেন। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে অব্যাহতি নিলেন ওই দুই বিচারপতি।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা চলছে। সেই মামলায় বুধবার সন্ধ্যা ৬টায় সিবিআইয়ের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা না দিলে তারা পার্থবাবুকে নিজেদের হেফাজতে নিতে পারবে বলেও বেঞ্চ জানিয়ে দেয়। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পার্থবাবু।
কিন্তু বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওই বেঞ্চে নিয়ম মেনে পার্থবাবু আর্জি জানাননি। তাই মামলাটি তাঁদের পক্ষে শোনা সম্ভব নয়। এরপর বৃহস্পতিবার তাঁরা এই মামলা থেকে সরে দাঁড়ান।