একই রাতে দুটো আলাদা জায়গায় হাতির হানায় প্রাণ হারালেন দুজন। মঙ্গলবার রাতে দুটি ঘটনাই ঘটেছে বাঁকুড়ায়। প্রথম ঘটনাটি বাঁকুড়ার বেলিয়াতোড়ের সংগ্রামপুর গ্রামের। স্ত্রী'র জন্য স্থানীয় বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন ৪৫ বছরের মঙ্গল বাউড়ি। ওষুধ কিনে বাড়ি ফেরার সময় বাঁধকানা জঙ্গলের দিঘির পাড়ে তাঁকে আক্রমণ করে একটি হাতি। স্থানীয় সর্ষেখেত থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। অপর ঘটনাটি ঘটে বাঁকুড়ারই বড়জোড়া থানার খাঁড়ারিতে। হাতির হানায় মৃত্যু হয় ৬৫ বছরের তুলসী বটব্যালের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে আক্রমণ করে তাঁর বাড়ি থেকে বাইরে টেনে এনে থেঁতলে মারে হাতিটি। দুটি মৃতদেহকেই বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। একই রাতে ভয়াবহ হাতির আক্রমণের পর আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাঁকুড়া উত্তর বনবিভাগের বিভিন্ন জঙ্গলে এই মূহূর্তে ৮৩টি হাতি রয়েছে। হাতির হানায় দু’জনের মৃত্যুর খবর পাওয়ার পর প্রতিটি হাতির উপর নজরদারি শুরু করেছে বনবিভাগ।