এবার বিশ্ব দরবারে বাঙালির দুর্গাপুজো (Durga puja)! এই স্বীকৃতির উদযাপনে বাংলায় এবার পুজো শুরু হবে একমাস আগেই! ১ সেপ্টেম্বর কলকাতায় মহামিছিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মিছিলে যোগ দেবেন ইউনেস্কোর (UNESCO) দুই প্রতিনিধি, টুইট (Tweet) করে জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। গত বছরের ডিসেম্বরে প্যারিসে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয় 'কলকাতার দুর্গাপুজো'-কে (Durga Puja UNESCO)। ইউনেস্কোর আধিকারিক এরিক ফল্ট ওই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি বলেছেন, ইউনেস্কোর (UNESCO) ডিরেক্টর জেনারেল অড্রি অজুলের তরফ থেকে লিখছি। প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (সংস্কৃতি) আর্নেস্টো ওট্টোন রামিরেজ এবং আমি পুজোর আগের অনুষ্ঠানে উপস্থিত থাকব।
আরও পড়ুন: বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি, সেই 'অপরাধ'-এ চাকরি খোয়ানোর অভিযোগ সেন্ট জেভিয়ার্সের অধ্যাপিকার
ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই সংস্কৃতিতে হেরিটেজ (Durga Puja heritage) তকমা, বাধা দূর করে সবাই মিলিত হয় এই উৎসবে, দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়ে জানায় ইউনেস্কো (UNESCO)। এ দিন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচার হেরিটেজ তথা অননুভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানানো হয়। প্যারিসে আয়োজিত হওয়া ইউনেস্কো (UNESCO)-র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে।