শ্বাসনালিতে খাবার আটকে ৯ মাসের শিশুর মৃত্যু বর্ধমানের কালনা হাসপাতালে (Kalna Hospital)। শিশুমৃত্যুর (Child Death) জেরে শনিবার থেকেই উত্তপ্ত হাসপাল চত্বর। পরিবারের অভিযোগ হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয় শিশুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কালনা থানার বিরাট পুলিশ বাহিনী।
West Bengal Weather Update: সোমবার আবহাওয়ায় বড় বদল , বঙ্গ থেকে পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে শীত
হাসপাতাল সূত্রে খবর, কালনার গোয়ারা মল্লিক পাড়া এলাকার ৯ মাসের এক শিশুকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়। এমার্জেন্সি ওয়ার্ডে শিশুটিকে দেখেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারের দাবি, বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়েও শিশুর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল। কিন্তু কীভাবে চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করল। গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃত শিশুর পরিবার।
এ বিষয়ে কালনা মহকুমা হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানান একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।