প্রেসার লো। তাই মাঝপথে হঠাৎ থমকে গেল বন্দেভারত এক্সপ্রস। সোমবার সকালে এই ঘটনা ধূপগুড়িতে। এদিন সকাল সাতটার খানিক আগে খলাইগ্রাম স্টেশনের রেল গেটের কাছে দাঁড়িয়ে যায় বন্দেভারত এক্সপ্রেস। যান্ত্রিক ক্রটির কারণে প্রায় ঘণ্টা দুয়েক আটকে ছিল নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী এই ট্রেন।
প্রায় ঘণ্টা দুয়েক পর জট কাটিয়ে ট্রেনটিকে কোচবিহারের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে সেমি হাইস্পিড এই ট্রেনকে দেখতে সকাল থেকে খলাইগ্রামে ভিড় করে সাধারণ মানুষ। পাশের গ্রামের লোকেরা ছুটে আসেন একবার বন্দেভারত এক্সপ্রেসকে দেখার জন্য।
এদিন সকালে ধূপগুড়ি স্টেশন ছাড়তেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ঝুঁকি না নিয়ে খলাইগ্রামে ট্রেন থামিয়ে দেন চালক। এরপর ইঞ্জিনিয়ররা এসে মেরামতির কাজ শুরু করেন।