বামফ্রন্টের গুরুত্বপূর্ণ শরিক ফরওয়ার্ড ব্লকের বই স্টলে বিক্রি করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রসাধনার বই! এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এই ঘটনায় ঘোর অস্বস্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দলের নেতৃত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিদের শোকজ করা হয়েছে বলে জানিয়েছে ফরওয়ার্ড ব্লক।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ঘটনা। সোদপুর-বারাসাত রোডের ওপর উত্সব উপলক্ষে বইয়ের স্টল দিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফরওয়ার্ড ব্লকের বইয়ের স্টলে রাখা হয়েছে জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রসাধনার বই। এরপরই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, একটি বাম দল কি এমন বই বিক্রি করতে পারে?
বারাসত একদা ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি ছিল। উত্তর ২৪ পরগনা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, যাঁরা এই কাজ করেছেন, তাঁদের শোকজ করা হয়েছে, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় বামপন্থীদের কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। তৃণমূলের দাবি, ফরওয়ার্ড ব্লকের সংগঠন নেই, হতাশার কারণেই জ্যোতিষে আশ্রয় নিয়েছেন তাঁরা। বিজেপির কটাক্ষ, বাম দলটিকে এখন দূরবীন দিয়ে দেখতে হয়।