সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ভিডিওই তো ভাইরাল হয়।কিন্তু এবার যে ভিডিওটির কথা নেটিজেনদের মুখে মুখে ফিরছে, সেটিকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একজন আইপিএস অফিসারের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, গয়নার দোকানে ঢুকে নেকলেস চুরি করে চম্পট দিচ্ছে চোর৷ তবে সেই চোর কোনও মানুষ নয়, একটি ইঁদুর!
ভাইরাল হওয়া ভিডিওটি আসলে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছে, একটি নেকলেস চুরি হচ্ছে ম্যানিকুইনের গলা থেকে। এখানেই আসল চমক। নেকলেস যে চুরি করেছে সেই চোরকে দেখেই তো চোখ কপালে ওঠার পরিস্থিতি নেট নাগরিকদের। চোর তো আর কেউ নয়, একটি ইঁদুর।
এই ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার রাজেশ হিংগানকার। ৩০ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখে ফেলেছেন হাজার হাজার মানুষ।