আজও উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। অভিযোগ Abvp এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার জন আহত হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ এনে Abvp জানায়, তাঁদের উপর হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগর কলেজের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি সমর্থকেরা।
Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে ২ সদস্যের সিট গঠন আদালতের, তদন্তে রাজ্য পুলিশও
অন্যদিকে কলেজের গেটের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দুই পক্ষেরই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। আহতরা ভর্তি হাসপাতালে।