পূর্ব বর্ধমানের পর এবার নদীয়ার কৃষ্ণগঞ্জ। সীমান্তবর্তী এলাকার একাধিক বাসিন্দাদের অভিযোগ, আধার কার্ড নিস্ক্রিয় করা সংক্রান্ত চিঠি পেয়েছেন তাঁরা। এর জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। ব্যাঙ্কের লেনদেন বন্ধ হয়েছে এমনকি রেশন পাচ্ছেন না বলেও অভিযোগ। আধার কর্তৃপক্ষের তরফেও আগে থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
জামালপুরের বাসিন্দাদের অভিযোগ
কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের জামালপুরেও একই অভিযোগ করেছিলেন সেখানকার অনেক বাসিন্দা। তাঁদের অভিযোগ, হঠাৎ করেই তাঁদের বাড়িতে একটি করে চিঠি পৌঁছয়। সেখানে জানানো হয়েছে তাঁদের আধার সম্পূর্ণভাবে নিস্ক্রিয় করা হয়েছে।
রবিবারও এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, চক্রান্ত করেই এই কাজ করা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে মুখ্যসচিবকে একটি পোর্টাল চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ নথিভুক্ত করা যাবে।