অনুব্রত মণ্ডলের বোলপুরেও দিদির দূতকে ঘিরে বিক্ষোভ। শনিবার ময়ুরেশ্বরের গ্রাম ঘুরতে গিয়েছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল। তাঁকে ঘিরেই বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। উগড়ে দিলেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিনহা বিরুদ্ধে তাঁদের যাবতীয় অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিধায়ক আসেন না। এলেও গাড়ির কাচ তুলে চলে যান। এদিন অবশ্য বিধায়ককে পাশে পাননি খোদ সাংসদও। এই ব্যাপারে অসিত মালের বক্তব্য, কেন বিধায়ক আসতে পারলেন না, তা তিনি জানার চেষ্টা করবেন। তবে এই কর্মসূচিতে বিধায়কের পাশে থাকা যে জরুরি, তা স্বীকার করেছেন সাংসদ নিজেও।
এদিন ময়ূরেশ্বরে যান বোলপুরের সাংসদ অসিত মাল। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। মূলত আসাব যোজনায় দুর্নীতি নিয়েও অভিযোগ করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, বৈধ্য নাম থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। স্থানীয় হাসপাতাল নিয়েও অভিযোগ করা হয় সাংসদকে।
যদিও স্থানীয় হাসপাতাল ঘুরে সাংসদ দাবি করেন, পরিষেবার দিক থেকে এই হাসপাতাল ঠিকই আছে। পরিকাঠামোর দিক থেকে বেশ কিছু জিনিষ প্রয়োজন। তা করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি অসিত মালের।