আবাস দুর্নীতিকে কেন্দ্র করে তপ্ত মুর্শিদাবাদ। সোমবার সুলতানপুরের এক আশাকর্মীকে(ICDS Worker) ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ওই আশাকর্মীর ভুলেই প্রধানমন্ত্রী আবাস যোজনার(PM Awas Yojana) লিস্টে যোগ্য মানুষদের নাম বাদ পড়েছে। এমনকি, সমীক্ষার পরেও লিস্ট থেকে পাকা বাড়ি থাকা মানুষদের নাম বাদ পড়েনি বলেও অভিযোগ। এদিন স্কুলে আসতেই ওই মহিলাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় ঘেরাওমুক্ত হন ওই আশাকর্মী(ICDS Worker)।
পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয়, আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে অভিযোগ থাকলে বিডিওকে(BDO) দরখাস্ত করতে হবে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বিডিও ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন পুলিশকর্মীরা(Murshidabad Police)। এরপর একসময় বিক্ষোভ প্রদর্শন বন্ধ করেন স্থানীয়রা।
আরও পড়ুন- Kharagpur Municipality Chairman Resigns: পদত্যাগ করলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এক্ষেত্রে শাসক-বিরোধী প্রত্যেকেই জড়িয়ে আছেন দুর্নীতিতে। সম্প্রতি আবাস দুর্নীতিতে নাম জড়ায় কোচবিহারের বিজেপি সাংসদ(BJP MP) তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik)। আবাস যোজনা প্রকল্পের(PM Awas Yojana) ঘরের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম থাকার অভিযোগ তোলে তৃণমূল(TMC on Nisith Pramanik)। যদিও এই ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন নিশীথ প্রামাণিক।