পড়ুয়ারা নিঃশর্ত ক্ষমা চাইলে শাস্তি মুকুব হবে। পুনরায় পড়াশোনার সুযোগ দেওয়া হবে। এমনই জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত, পড়ুয়াদের সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার ও উপাচার্যের পদত্যাগ নিয়ে সভা করে এসএফআই কর্তপক্ষ। নিজেরা আলোচনা করে সিদ্ধান্তের কথা জানাবেন। বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে এমনই জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।
আরও পড়ুন: ফাঁস তুনিশা ও সীজানের মায়ের হোয়াটস্যাপের ভয়েসনোট, নতুন কোনও রহস্য?
আন্দোলনরত পড়ুয়া প্রত্যুষ মুখোপাধ্যায় জানিয়েছেন, "আমরা আইনি পরামর্শ নিয়ে ও নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাব।" বৃহস্পতিবার বিশ্বভারতী অভিযানের ডাক দেয় এসএফআই। বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলও করে এসএপআই। ছিলেন এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতীক উর রহমান।