‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় ২০ জুন বামদলগুলি-সহ একাধিক গণসংগঠন ২৪ ঘণ্টার ভারত বন্ধের ডাক দিয়েছে, বন্ধে রাজ্যকে সচল রাখার নির্দেশিকা জারি করল নবান্ন।
রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে বাংলাকে সচল রাখার নির্দেশিকা জারি করা হয়েছে একদিন আগেই। নবান্নের তরফে একই নির্দেশিকা পাঠানো হয়েছে রেলকর্তাদেরও।
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতাস্বরূপ প্রতিবাদের হাতিয়ার হিসাবে নীতিগত ভাবে বন্ধের বিরোধিতা করে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে। রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রাখতেও সচেষ্ট রাজ্য সরকার। রাজ্যের কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয়, বন্ধের ফলে যাতে সাধারণ মানুষকে ট্রেন বা পথ অবরোধের মুখে পড়তে না হয়, সে দিকেও লক্ষ রাখবে রাজ্য সরকার। কোনও রকম অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়।