বিভিন্ন দফতরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগী হল রাজ্যের পরিবহণ দফতর (Transport Department)। যে খরচে লাক্সারি ট্যাক্সি ভাড়া নেওয়া হয়, ই-যানের ক্ষেত্রে তা তিনগুণ করা হল। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্সারি ট্যাক্সি যদি ই-ভেহিক্যাল হয়, তাহলে তার ভাড়া হবে মাসে ৪৬ হাজার টাকা। দিনে ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব চললে কিলোমিটার পিছু তার ভাড়া হবে আরও ৮ টাকা করে।
১৫ বছর হয়ে গেছে, সরকারি দফতরে ভাড়া খাটা এমন প্রায় কুড়ি হাজারের বেশি লাক্সারি ট্যাক্সি বসিয়ে দিতে হবে। সে কারণে নতুন গাড়ির দরকার পড়বে, লাক্সারি ট্যাক্সির মালিকরা যাতে এই কাজে ই-ক্যাব কেনেন সেকারণেই এই নয়া ভাড়া নির্ধারিত করা হল। দূষণ কমাতেই ইলেকট্রিক যান ব্যবহারে জোর দিচ্ছে রাজ্য সরকার।
এছাড়া লাক্সারি ট্যাক্সির ক্ষেত্রে এতদিন শুধুমাত্র সাদা এবং ক্রিম রঙের লাক্সারি ক্যাবকেই অল বেঙ্গল পারমিট দেওয়া হত। এবার সেই নিয়মও তুলে দেওয়া হচ্ছে। যে কোনও রংয়ের ক্যাবই আবেদন করলে এই পারমিট (All Bengal Permit) পাবে।