আদালতের নির্দেশ মোতাবেক সিবিআইয়ের (CBI) — এর কাছে ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দিল পর্ষদ। সূত্রের খবর, গত শুক্রবার এই নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। তদন্তের স্বার্থে শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়েছিল সিবিআই। তারপর তথ্য জোগাড়ে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কলকাতা হাই কোর্টের নির্দেশে ৪২,৯৪৯ শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিট-এ ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাঁদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি পর্ষদকে পাঠাতে হবে। তথ্য পাঠানোর ব্যাপারে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল পর্ষদ। দেওয়া হয়েছিল একটি ইমেল আইডি।
Malda Crime:মালদহে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ২, জখম একাধিক
ওই সমস্ত শিক্ষকের পাঠানো তথ্য অনলাইনে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জমা পড়ার পর তা যাচাই করে পর্ষদ এবং সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করে সিবিআইকে তা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। তাই এই সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেতে সংসদকে জানিয়েছিল তারা।