রাজ্যজুড়ে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আর তার জেরেই রবিবার এবং সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির তীব্রতা কমবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
Read More- সন্দেশখালির ঘটনায় রেখা পাত্র ও গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর, বিজেপি নেত্রীকে সমন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা বৃষ্টি হবে। রোদের তেজও কমবে।
এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনার নেই বলে জানা গিয়েছে। তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে সামান্য কম থাকবে। মৎস্যজীবীদের জন্য বড় কোনও সতর্কতা নেই। তবে ঝড়ের সময় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ২.১ মিলিমিটার।