নবান্ন অভিযানের রেশ ধরে রাখতে হবে। কর্মসূচিতে পুলিশি তাণ্ডব নিয়ে রাজ্যে এসে দাবি বাংলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশল। রবিবার সকাল থেকেই নবান্ন অভিযানে অংশ নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন তিনি। সুনীলের সঙ্গেই রাজ্যে প্রথম এলেন বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ও নতুন সহ পর্যবেক্ষক তথা রাঁচি পুরসভার মেয়র আশা লাকড়া। ছিলেন রাজ্যের বিজেপি নেতা কল্যাণ চৌবেও। রবিবার বিভিন্ন এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়িতে দেখা করেন তাঁরা।
জানা গিয়েছে, আক্রান্ত কর্মীদের বাড়িতে নেতাদের পরিদর্শনের মূল লক্ষ্য নবান্ন অভিযান থেকে উঠে আসা প্রতিরোধের আঁচকে বাঁচিয়ে রাখা। পাশাপাশি, যেকোনও বিপদে দলের শীর্ষ নেতৃত্ব যে পাশে তাও বুঝিয়ে দেওয়া। এর জন্য যে সব কর্মীর বিরুদ্ধে পুলিশ, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাঁদের পাশে পূর্ণ শক্তি দিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
সরকারের বিরুদ্ধে আন্দোলনের অভিমুখ ঠিক করতে রবি ও সোমবার রাজ্যের নেতাদের নিয়ে টানা বৈঠক করবেন সুনীল-মঙ্গল-আশা এবং অমিত মালব্য। শুধু রাজ্য নেতাদেরই নয়, বিভিন্ন মোর্চা এবং সেলের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা করে বসবেন ওই চার নেতা। সেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বাংলার শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।