রাজ্যে ফের লাফ দিয়ে বাড়ল কোভিড সংক্রমণ (Covid 19 Infection)। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৪২৪ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন। মৃত্যুর সংখ্যা ২১,২১৮। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৯৬ জন। রাজ্যে নতুন করে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,১৭৬ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ৫,৬২৫ জন।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ জন।