হিংসাত্মক আন্দোলনে সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে এবার আইনে সংশোধনী আনছে রাজ্য সরকার (West Bengal Government) । এতদিন সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ দিতে হত অভিযুক্তদের । এবার একই নিয়ম কার্যকর হচ্ছে বেসরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রেও । মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee) । বলা হয় আন্দোলনে সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্তকে ।
‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অব পাবলিক অর্ডার (সংশোধনী) (The West Bengal Maintenance of Public Order ) বিলটি বিধানসভায় পাশ হয়েছে । এবার রাজ্যপালের সইয়ের অপেক্ষা মাত্র । তারপর থেকে চালু হয়ে যাবে নতুন আইন । সংশোধিত আইন অনুযায়ী, আন্দোলনের সময় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে ৬০ দিনের মধ্যে স্থানীয় আদালতে অভিযোগ জানিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে হবে । ১৮০ দিনের মধ্যে অন্তর্বতী নির্দেশের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনকে জবাবদিহির সুযোগ দেবে আদালত । সব পক্ষের কথা শোনার পর এ বিষয়ে রায় দেবে আদালত ।
আরও পড়ুন, West Bengal Government employees: ডিএ-র দাবিতে রাজ্যজুড়ে ৯ মার্চ ধর্মঘটের ডাক সরকারি কর্মীদের
বিজেপি মনে করছে, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্য সরকার । তাঁদের গণতান্ত্রিক আন্দোলন রুখতেই এই বিলটি আনা হয়েছে । যদিও রাজ্য সরকারের দাবি, এই আইন আনার লক্ষ্য হল ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ দেওয়া ।