বিরোধ, বিক্ষোভ, মতানৈক্য়ের পরেও দেশজুড়ে কার্যকর CAA। রাজ্যের শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ নজর নবান্নের। প্রশাসনের পক্ষ থেকে সব জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার নবান্নে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব বিপি গোপালিক। জেলায় এসপি ও সিপিদের বিশেষ নির্দেশ দেওয়া হয়। বলা হয়, মিটিং, মিছিল নিয়ে রাজ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। CAA লাগু হওয়ার পরই এই প্রশাসনিক পদক্ষেপ নবান্নের।
এর আগে CAA নিয়ে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ দেখা গিয়েছে। দিল্লিতেও দীর্ঘদিন ধরে চলেছিল আন্দোলন। নির্বাচনের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত উত্তাল হতে পারে একাধিক রাজ্য। এ রাজ্যেও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, তাই সতর্কতা জারি করেছে নবান্ন।