রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটের ফলাফলের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন বুধবার জানিয়ে দিল, আগামী ২ মার্চ রাজ্যের বাকি ১০৮ পুরসভার ফল ঘোষণা হবে।
বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হবে। এর আগে কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election) বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগরেও বিরাট জয় ছিনিয়ে নিয়েছে শাসকদল। সেই একাধিপত্য বজায় থাকবে কি না তার উত্তর মিলবে ২ মার্চ।
আরও পড়ুন: Dev :'এনামুল হককে চিনি না,' গরুপাচার মামলায় জেরার পর বললেন দেব
চার পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছিল না। ১০৮ পুরসভা নির্বাচনেও তা থাকার সম্ভাবনা কম।