কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ সন্দেহভাজনকে। এরপরেই ওই অভিযান নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য পুলিশ। সেখানে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তল্লাশি অভিযানে ছিল রাজ্য পুলিশও। পাশাপাশি BJP-র কেন্দ্রীয় নেতা ও IT সেলের প্রধান অমিত মালব্যর মন্তব্যকেও বিতর্কিত বলে দাবি করা হয়েছে।
Read More- বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে জড়িত ২ সন্দেহভাজনকে গ্রেফতার করল NIA, লুকিয়ে ছিল কাঁথিতে
অন্যদিকে এই বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। তাঁর দাবি, BJP-র তরফে মিথ্যাচার করা হচ্ছে। ওই অভিযানে রাজ্যপুলিশও ছিল বলে দাবি তাঁর।
রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে কী বলা হয়েছে?
এক্স হ্যান্ডেলে ওই পোস্টে বলা হয়েছে, চূড়ান্ত পর্যায়ে মিথ্যাচার পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ কখনই সন্ত্রাসবাসীদের আশ্রয়স্থল ছিল না। এবং ওই পোস্টেই লেখা হয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে ওই অভিযান চালিয়েছে।