পুজো আসছে পুজো আসছে, দেখতে দেখতে চতুর্থী। তবে খুশির কথা এই যে, আজ সোমবার থেকেই বাংলার আবহাওয়ার খানিক উন্নতি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত ভারী কিংবা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত আকাশ মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা কিন্তু থেকেই যাচ্ছে।
এদিকে কলকাতার অলিতে গলিতে পুজো, দিনের পর দিন ধরে তৈরি হয়েছে বিভিন্ন প্যান্ডেল এবার কি সেসব তাহলে জলেই ভাসবে? হাওয়া অফিসের আশ্বাস, বৃষ্টি হলেও তা পুজোর আনন্দে সেভাবে জল ঢালতে পারবে না। নিম্নচাপ শক্তি হারিয়েছে, কিন্তু মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। তাই স্থানীয় মেঘের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছেই।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে অনেক দেরিতে। তাই বিদায় নেওয়ার বেলাতেও বিলম্ব। যাওয়ার আগে ঝোড়ো ব্যাটিং সেরে নিচ্ছে বর্ষা। বঙ্গ থেকে বর্ষার বিদায় দশ থেকে বারো অক্টোবরে হওয়ার কথা।
রবিবার কলকাতা ও সংলগ্ন জেলায় তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭শতাংশ। সোমবার দিনভর আকাশ হালকা থেকে মাঝারি মেঘলাই থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।