রাজ্যে (West Bengal) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Cases) হলেন ৭১ জন । ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর সংখ্যা শূন্য । এখনও পর্যন্ত রাজ্যে কোভিড (Covid 19) থেকে সুস্থ (Recover) হয়ে ঘরে ফিরেছেন মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৮১ জন।
শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা (Covid Test) করিয়েছেন ২০,৭১৪ জন । ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ০.৩৪ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন (Vaccine) নিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭২৩ জন ।
আরও পড়ুন, Dol Utsab 2022: দোলের আগে নাইট কার্ফু নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের, কী বলা হয়েছে নতুন নিয়মে
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৩৬৯ জন । মোট মৃত্যু হয়েছে ২১, ১৮৬ জনের । হোম আইসোলেশনে রয়েছেন ১,৩৯৪ জন । হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৮ জন ।