অবশেষে প্রতীক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুলের বন্ধ দরজা। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পুরোদমে ক্লাস করবে আজ থেকেই। সোম থেকে শনি- সপ্তাহে ৬ দিন হবে ক্লাস। তবে স্কুল খুললেও মানতে হবে নানা ধরনের বিধিনিষেধ। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।
সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল খোলার আধ ঘণ্টা আগে স্কুলে আসতে হবে সকলকে। কঠোর ভাবে মানতে হবে কোভিড (Covid-19) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। সেই সঙ্গে বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। এই বিষয়ে কড়া নজর রাখবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
আরও পড়ুন: West Bengal Covid bulletin: একদিনে রাজ্যে আক্রান্ত ২,৭২৩ জন, উদ্বেগ বাড়াল উত্তর ২৪ পরগনা
করোনা অতিমারীর দাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে স্কুল। কিন্তু কী ভাবে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ক্লাস চলবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য সরকার। তাই প্রথম থেকে সপ্তম শ্রেণীর জন্য স্কুল এখনই খুলছে না।