আগামীকাল, বৃহস্পতিবার থেকে রাজ্যে (West Bengal) ফের খুলে যাচ্ছে স্কুল। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পুরোদমে ক্লাস করবে। সোম থেকে শনি- সপ্তাহে ৬ দিন হবে ক্লাস। তবে স্কুল খুললেও মানতে হবে নানা ধরনের বিধিনিষেধ। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল খোলার আধ ঘণ্টা আগে স্কুলে আসতে হবে সকলকে। কঠোর ভাবে মানতে হবে কোভিড (Covid-19) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ। সেই সঙ্গে বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। এই বিষয়ে কড়া নজর রাখবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
আরও পড়ুন: West Bengal Covid update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২,০১৪ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের
করোনা অতিমারীর দাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে স্কুল। কিন্তু কী ভাবে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ক্লাস চলবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই স্পষ্ট গাইডলাইন দিল সরকার।