ডিসেম্বরের শুরুতে আচমকা শীত (Winter) এসে যাওয়ায় লেপ-কাঁথা, কম্বলে গা ঢেকেছিল রাজ্যবাসী। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎ করেই উধাও হবে শীত। বছর শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোয়।
আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা (Temperature) বাড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আরও ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশা থাকবে। বছর শেষে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। ২৮ ও ২৯ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ২৯ ডিসেম্বর বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উর্দ্ধমুখী পারদ, বড়দিন থেকেই রাজ্যে কমবে শীতের আমেজ
উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৮ ও ২৯ ডিসেম্বর উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। ২৯ ডিসেম্বর সর্বাধিক বৃষ্টি হবে। ৩০ ডিসেম্বরও কিছুটা প্রভাব থাকবে।