মাঘ মাস গিয়ে সবে ফাল্গুন এসেছে। কিন্তু বসন্তের শুরুতেই আবারও রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও তার আগে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আপাতত পরিষ্কার আকাশ।
রবিবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার কলকাতা-সহ দক্ষিণ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই রাজ্যে বৃষ্টি হবে।
আরও পড়ুন:
তাপমাত্রা সামান্য বাড়ল শৈলশহর দার্জিলিঙে। সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে হল ৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হল ১৪ ডিগ্রি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিঙেও দফায় দফায় বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের (Meteorological Centre in Alipore)।