ডিসেম্বরের শুরু থেকে শীতের আমেজ থাকলেও গত কয়েকদিনে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি বেড়ে গিয়েছে। ফলে কমেছে শীতের দাপট।
আরও পড়ুন - সন্ন্যাস থেকে সংসারে, বাঁকুড়ার এক শিক্ষকের গল্প
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শনিবার সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তবে, রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাড়তে পারে তাপমাত্রা।