রীতিমতো জয়সলমীরকেও লজ্জা দিচ্ছে বঙ্গের চাঁদিফাটা গরম কাল। পয়লা বৈশাখও কেটেছে হাঁসফাঁস গরমে। হাওয়া অফিস সূত্রে খবর, এখনই নিস্তার নেই গরমের হাত থেকে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম আরও বাড়বে বলেই আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রির আশেপাশে, এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি।
Recruitment Scam : ৩২ ঘণ্টা পর উদ্ধার জীবনকৃষ্ণের একটি মোবাইল, দ্বিতীয়টির খোঁজ চলছে এখনও
একান্ত প্রয়োজন ছাড়া দুপুর রোদে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমপক্ষে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শুষ্ক গরমে হাত পা ঠোঁটেও ধরছে টান। তাই এ যাত্রায় গরম থেকে উদ্ধার পেতে শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি।