আর মাত্র কয়েকদিন। আগামী সপ্তাহে বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া। বাতাসে ভোরবেলা থেকেই শিরশিরানি ভাব। কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে পারে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে বেলা বাড়লে রোদও বাড়বে। বাতালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ। বৃহস্পতিবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২০-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১২ নভেম্বর থেকে পারদ নামতে পারে। কলকাতা সহ একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।
আরও পড়ুন: জাতীয় স্বার্থে বরাদ্দ করতে হবে ৩০ মিনিট, চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরবেলার দিকে অল্প কুয়াশাও পড়তে শুরু করেছে। রাতে শিশিরও পড়ছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে।