শ্রাবণ প্রায় শেষের পথে। অর্থাৎ ক্যালেন্ডার মেনে বর্ষা বিদায়ের পথে। আর বিদায় লগ্নে ঝোড়ো ইনিংস চলছে বর্ষার। জুন-জুলাইয়ের ঘাটতি পুষিয়ে নিচ্ছে পুরোদমে।
সপ্তাহের শুরু থেকেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বুধ ও বৃহস্পতিবার। মঙ্গলবার থেকে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
আপাতত দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি কিছুটা কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.২ মিলিমিটার।