সোমবার রাতভর বৃষ্টি চলল কলকাতায়, মঙ্গলবার সকালেও বৃষ্টি কমার নাম নেই। যদিও কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। খানিকটা দুর্বল হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে এই নিম্নচাপ অক্ষরেখা। ফলে বঙ্গে ভারী বৃষ্টিপাত (Rainfall Forecast) হলেও দুর্যোগের প্রকোপ কিছুটা কমবে।
১৩ এবং ১৪ সেপ্টেম্বর কলকাতায় বৃষ্টি হলেও পরিমাণ খানিকটা কমবে। সোমবারের দিনভর বৃষ্টির ফলে জলমগ্ন গোটা কলকাতা। যান চলাচল বিঘ্নিত হয়েছে স্বাভাবিক ভাবেই।
তবে এই বৃষ্টির ফলে ঘাটতি সামান্য কমেছে। জুলাই, অগাস্টে বর্ষাকালে যে ঘাটতি ছিল তা কমেছে। হাওয়া অফিস মনে করছে, ১২, ১৩, ১৪ তারিখের বৃষ্টি হলে ঘাটতি কমবে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে, তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস আরও জানিয়েছে,অতিভারী বৃষ্টির ফলে সবজি চাষের ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে ধানচাষের পক্ষে এই বৃষ্টি সহায়ক।