সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। তাই একধাক্কায় বেশ খানিকটা বাড়ল তাপমাত্রা। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। অর্থাৎ, পৌষ সংক্রান্তিতে শীতের আমেজ থেকে বঞ্চিত থাকবে রাজ্যবাসী।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা গড়াতেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
Sheena Bora Murder Case: গুয়াহাটি বিমানবন্দরে 'শিনা বোরা', সিসিটিভি ফুটেজ চাইল CBI
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তবে উত্তরের দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও।