চৈত্রের শেষ, মানে খাতায় কলমে এখনও বসন্ত! অথচ কলকাতার তাপমাত্রা ছু ফেলেছে চল্লিশের পারদ। এত তারাতাড়ি শেষ চল্লিশ ছুঁয়েছিল ২০১৬ সালে। ১ মে ৪০.১ ডিগ্রি সেলসিয়াসের গরম সইতে হয়েছিল কলকাতাকে। টানা ৮ দিন ৪০ বা তার উপরে ছিল পারদ। এবার ২০১৬-র রেকর্ডও কি ভাঙতে পারে? সেটা হওয়াটা একেবারে অসম্ভব নয়।
আপাতত ১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। তবে ১৯ এপ্রিল পর্যন্ত কলকাতার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করার আশঙ্কা। এবার কলকাতার গরমের চরিত্রও বেশ আলাদা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। বইছে লু, শীতকালের মতো শুষ্ক চারপাশ।
গড় তাপমাত্রার নিরিখে কলকাতার উষ্ণতম এপ্রিল অবশ্য ছিল ১৯৫৪ সালে। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে।