হাওয়া অফিসের পূর্বাভাস ছিল আগেই । দুপুর গড়াতেই বৃষ্টি (Rainfall) নামল কলকাতা (Kolkata Rainfall) ও শহরতলিতে । কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে । বেলা বাড়তেই কালো মেঘ ঘনাচ্ছিল আকাশে (West Bengal Weather Update) । দুপুর নাগাদ নামল বৃষ্টি । বুধ এবং বৃহস্পতিবার বিকেলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে (Rain) ভিজেছিল কলকাতা ।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, এদিন সন্ধে পর্যন্ত দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তিন জেলায় । তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই ।
আরও পড়ুন, Kali Puja weather: কালী পুজোয় কি সত্যিই সাইক্লোনের সম্ভাবনা? কী জানাল আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, কালীপুজোয় বাংলার উপকূলে ধেয়ে আসছে সাইক্লোন, এমনই খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। সে প্রসঙ্গে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোর বেশ কিছুটা দেরি, এত আগে থেকে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে সময় থাকতে সতর্ক করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।