মারাত্মক তাপপ্রবাহের নাজেহাল শহরবাসী। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তবে দক্ষিণবঙ্গে গরম সত্ত্বেও উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি চলবে।
সপ্তাহের শেষের দিকে কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। শুকনো গরম আবহাওয়া বজায় থাকবে। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অর্থাৎ আপাতত গরমের জ্বালা থেকে মুক্তি নেই।