দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়ে দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় আগামী সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উপকূলে নিম্নচাপ (Depression) সক্রিয় থাকায় ১৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather forecast), ১৫ জুলাই শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। কালিম্পং-এ হতে পারে মাঝারি বৃষ্টি।
সোমবার নাগাদ উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
Pakistan Horror: স্ত্রীকে খুন, এরপর স্বামী ৬ সন্তানের সামনে কড়াইয়ে সিদ্ধ করল স্ত্রীর দেহ
উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।