বাংলার জন্য শেষমেশ ভাল খবর শোনাল হাওয়া অফিস। এবার পুরো পশ্চিমবঙ্গেই বর্ষার প্রবেশ করতে চলেছে। ১৮ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে।
আগামী সপ্তাহের গোড়ার দিকেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রবেশের জন্য ১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের পরিস্থিতি অনুকূল থাকবে।
শনিবার পর্যন্ত অবশ্য দক্ষিণবঙ্গে গরম থেকে রেহাই মিলছে না। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি হবে।