দারুণ এই অগ্নিবাণ থেকে এখনই মিলছে না রেহাই। দক্ষিণবঙ্গে দহন জ্বালা ক্রমেই আরও বাড়বে। আগামী ৫ দিন, তীব্র তাপপ্রবাহ জারি থাকবে বঙ্গে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ৪০ ডিগ্রির নিচে নামার প্রশ্নই নেই তাপমাত্রা, বরং আরও বাড়তে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহ্য হয়ে উঠছে দহন জ্বালা।
আগামী ২ দিন দুই থেকে তিন ডিগ্রি আরও বাড়বে তাপমাত্রা। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।