দক্ষিণবঙ্গে (South Bengal) এই মরশুমে বৃষ্টির ঘাটতি রয়ে গেছে অনেকটা। কিন্তু আগামী কয়েকদিনে সেই ঘাটতি পুরণের সম্ভাবনা নেই, জানিয়ে দিল আবহাওয়া দফতর (Weather Office)। বরং আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে। তবে উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আজ কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে।অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal) আজ থেকে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
second hand phone:আপনার সেকেন্ড হ্যান্ড ফোনটি কি চোরাই? এই পদ্ধতিতে জেনে নিন
আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গবাসীদের। অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির ঘাটতি পূরণ না হলে পুজোয় ভাসতে পারে দক্ষিণবঙ্গ।