শীতের সময় ধেয়ে আসছে সাইক্লোন? কতটা শক্তিশালী হয়ে উঠবে মিগজাউম? সোমবার থেকে রাজ্যের আবহাওয়া বিপুল বদলাতে পারে, জানা যাচ্ছে এমনটাই।
ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। সোমবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল বরাবর তা এগোবে এবং তারপর ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে। মিগজাউমের ঠিক কী প্রভাব বাংলার উপর পড়তে চলেছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও সেভাবে শীত পড়েনি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সোমবারের পর থেকে বদলাতে পারে কলকাতার আবহাওয়া।