ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া (West Bengal Weather Update ) । চলতি সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টির (Bengal Rain Update) পরিমাণ । মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । বৃষ্টির সঙ্গেই থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি । অন্যদিকে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে (North Bengal Weather) অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সব হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । কিন্তু, বুধবার থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। বৃষ্টি বাড়বে । বৃহস্পতি এবং শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ।
আরও পড়ুন, Covid-19 : ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে করোনার নয়া রূপ,রাজ্যগুলিকে পরীক্ষা বাড়ানোর পরামর্শ কেন্দ্রের
মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে । এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে ।
মঙ্গলবার কলকাতায় মেঘ-রোদের লুকোচুরি খেলা চলবে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা খুব কম ।