বুধবার বেলা গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলার একাধিক জেলায়। মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। শনি-রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
উপকূলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে, বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে। বুধবার বেলা যত বাড়বে, গরম ও অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। উত্তরবঙ্গের মালদহ-দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।