মার্চের শেষ সপ্তাহে সুখবর। ভয়ঙ্কর গরম থেকে মুক্তি দিতে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার তাপমাত্রা (West Bengal Weather Report) থাকবে স্বাভাবিকের থেকে বেশি। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বাড়বে রাজ্যের জেলাগুলিতে (District Weather Report)। বাতাসে বাড়বে আপেক্ষিক আর্দ্রতাও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে মেঘ জমবে। রাজ্যের মোট ১৫টি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) আছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ।
আরও পড়ুন: শনিবার পরিষেবা বন্ধ! দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে পানীয় জল, জানাল কলকাতা পুরসভা
তবে বৃষ্টি হলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার উত্তরবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।