শনিবার সকাল থেকেই কলকাতার (Kolkata Weather) আকাশ আংশিক মেঘলা । কয়েক জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টিও (West Bengal Weather Update) হয়েছে । এদিন, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । তবে, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
এদিন,বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগণায় । বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম । তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে । বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । প্রবল বৃষ্টির ফলে পাহাড়ে ধসের সতর্কতা জারি করা হয়েছে । অন্যদিকে, নীচু জেলাগুলিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা ।
আলিপুর আওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে কোন সিস্টেম বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত বা অক্ষরেখাসহ কোনও সিস্টেম না থাকলে একটানা বর্ষা হবে না । এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে । তবে, আপাতত কয়েকদিন একনাগারে বৃষ্টির সম্ভাবনা নেই ।