ভোরবেলা শীত বাড়ছে। কাঁপুনি ধরছে। সকালের দিকেও থাকছে ঠান্ডা। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে রোদের তাপ (West Bengal Weather Update)। কিন্তু দক্ষিণবঙ্গে কতদিন থাকবে এই আবহাওয়া।
সিত্রাংয়ের পর নতুন করে কোনও বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) জারি হয়নি। কিন্তু কালীপুজোর (Kali Puja)পরই হঠাৎ করেই আবহাওয়া পাল্টেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন আপাতত নেই। রাজ্যের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা ২০-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে শুষ্কভাব থাকবে।
আরও পড়ুন: আগামী ৫ নভেম্বর বৈঠকে অমিত শাহ-মমতা, পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও
তবে রাজ্যে শীত পড়তে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সিত্রাংয়ের প্রভাবে রাজ্যে তাপমাত্রা কমেছে। ফের গড়ে ৫-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ডিসেম্বরের আগে রাজ্যে কাঁপুনি ধরানো শীতের সম্ভাবনা নেই বললেই চলে।