এখন বাংলায় কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur weather Office) খবর, শীত পড়তেও দেরি আছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি এলাকায় পরিষ্কার আকাশ, সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রী এর কাছাকাছি ও রাতের তাপমাত্রা ২২ ডিগ্রী এর কাছাকাছি থাকার সম্ভাবনা।
কালীপুজোর দিন ঘূর্ণিঝড়ের(Cyclone) জেরে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়। বর্তমানে গভীর রাতে বা ভোরের দিকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী হয়েছে কিছুটা। তবে জমিয়ে শীত(Winter) কবে পড়বে সে ব্যাপারে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না ।