অতি গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি (Rainfall) শুরু হয়েছে, বুধবারও অঝোরে বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরেই বজ্রাঘাতে (Lightning) মৃত্যু হয়েছে তিন জনের। সেই নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বজ্রপাতের প্রকোপ এড়াতে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Kolkata Rain Update : মঙ্গলের বিকেল থেকেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, বাজ পড়ে রাজ্যে মৃত ৩
অতি গভীর নিম্নচাপের (Depression) প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার পর্যন্ত আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।গভীর নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সমুদ্র ও নদীর জলস্তর বাড়ছে। দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
কলকাতা-সহ ১৪টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে।