সপ্তমীর (Maha Saptami) সকাল । ঘাটে ঘাটে চলছে নবপত্রিকা (Nabapatrika) স্নান । মহাসমারোহে সপ্তমী পুজোর আয়োজন চলছে । এদিকে,আকাশ যে বলছে অন্য় কথা । রোদের দেখা নেই । সকাল থেকেই মেঘলা (West Bengal Weather Update) । কোথাও কোথাও দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে । ষষ্ঠীর সন্ধ্যাতেও বৃষ্টিতে ভিজেছিল কলকাতা (Kolkata) । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্তের জেরে আজ, সপ্তমী থেকে বৃষ্টি আরও বাড়বে । সেক্ষেত্রে,সপ্তমীর সন্ধ্যায় পুজো পরিক্রমায় বাধা হতে পারে বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলবর্তী জেলা মূলত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বেশি বৃষ্টি হবে । কলকাতাতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা । দক্ষিণের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম । তবে, নবমী ও দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন, Durga Puja 2022 : সপ্তমীর ভোর থেকেই ঘাটে ঘাটে চলছে নবপত্রিকা স্নান, কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি
ষষ্ঠীর বিকেলে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েও উৎসবের জোয়ারে গা ভাসিয়েছিল সাধারণ মানুষ । উত্তর ও দক্ষিণ, শহরের দুপ্রান্তেই বিকেল নামতে প্যান্ডেলে প্যান্ডেলে লাইন দেখা যায় । কিন্তু আচমকা বৃষ্টিতে সামান্য হলেও তাল কাটে প্রতিমাদর্শনে । যদিও, বৃষ্টি মানুষের উৎসাহ এতটুকু কম করতে পারেনি । বৃষ্টি থামতেই উপচে পড়া ভিড় মণ্ডপে মণ্ডপে । সপ্তমীতে সেই উন্মাদনা আরও বাড়বে, ভিড় বাড়বে তা বলার অপেক্ষা রাখে না । কিন্তু, তাতে বৃষ্টি আদৌ বাধা হয়ে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার ।